ভারতে
ওয়াকফ বিল পাশ হওয়ার পর মুসলমানদের মধ্যে
কিছু সংশয় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন। বুধবার (৯ এপ্রিল) এক
সভায় তিনি বলেন, "দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে, বাংলায় কোনো বিভাজন হবে না।"
আগামীকাল
বৃহস্পতিবার (১০ এপ্রিল)
জৈন সম্প্রদায়ের মহাবীরজয়ন্তী উপলক্ষে উদ্যাপিত 'নবকার মহামন্ত্র দিবস' অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা আরও বলেন, "আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মধ্যে দুঃখ আছে। আপনরা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন
সৃষ্টি হয়। সবাই একসঙ্গে থেকে বাঁচতে হবে।" তিনি আরও বলেন, "জিও, জিনে দো (বাঁচুন, বাঁচতে দিন)।"
মমতা
আরও বলেন, "আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছেন, দিদি আপনাদের রক্ষা করবেন। আপনাদের সম্পত্তি রক্ষা করবেন। কেউ উসকানিতে পা দেবেন না।"
ওয়াকফ
বিল সংসদের দুই কক্ষে পাশ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে
ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেছেন এবং
আইনের গেজেট নোটিফিকেশনও হয়ে গেছে।
এদিকে,
মঙ্গলবার (০৮ এপ্রিল)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "সমগ্র সমাজের এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই চমৎকার ওয়াকফ
আইন প্রণয়ন করার জন্য আমি সংসদকে অভিনন্দন জানাই। এখন ওয়াকফের পবিত্র চেতনা এবং মুসলিমদের অধিকার সুরক্ষিত হবে।"