স্বাধীন
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর
হতে পারে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মঙ্গলবার
(৯ এপ্রিল) দেশটির একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট
ম্যাক্রোঁ বলেন, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ফ্রান্স গঠনমূলক ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যে আগামী
জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের একটি সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। ওই সম্মেলনে ফ্রান্স
কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে।
ফ্রান্সের
এই সম্ভাব্য স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইউরোপের একটি প্রভাবশালী দেশ হিসেবে ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে তা ফিলিস্তিন সংকট
সমাধানের প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন আনতে
পারে।
বর্তমানে
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৬টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র
হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপে ইতোমধ্যে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়ার মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।