× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত ছাড়া অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না- জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক।

১০ এপ্রিল ২০২৫, ১৩:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন, বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কোনো দেশ ভাবে না। এমনকি, এটি ভারতের ডিএনএ-তে রয়েছে বলেও দাবি করেন তিনি। জয়শঙ্কর আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে।

বুধবার ( এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট- প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কয়েক দশকের পুরনো এবং এটি জনমুখী সম্পর্ক। রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “একটি দেশ হিসেবে, আমাদের (ভারতের) চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা আমাদের ডিএনএ-তে রয়েছে। আমরা বাংলাদেশকে শুভেচ্ছা জানাই এবং বন্ধুত্বের বন্ধনে তাদের পাশে দাঁড়াই।

তবে, তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। জয়শঙ্কর বলেন, “আমরা যে মৌলবাদী প্রবণতা সংখ্যালঘুদের ওপর হামলার খবর শুনছি, তা নিয়ে আমরা চিন্তিত।এছাড়া, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সঠিক পথেই চলবে।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক দেশে নির্বাচন অপরিহার্য। এটি জনগণের ম্যান্ডেট নিশ্চিত করে এবং ম্যান্ডেটের পুনর্নবীকরণ ঘটে। তাই আমরা আশা করি বাংলাদেশ সেই পথে হাঁটবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.