গাজার
শুজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত
৩৫ জন নিহত হয়েছেন।
এই হামলায় পঞ্চাশেরও বেশি মানুষ আহত হয়েছে এবং ৮০ জন নিখোঁজ
রয়েছেন, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
কাতারভিত্তিক
সংবাদমাধ্যম আল জাজিরা আজ (১০ এপ্রিল) এক প্রতিবেদনে
জানিয়েছে, গাজা শহরের শুজাইয়া পাড়ায় একাধিক ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে
৩৫
ফিলিস্তিনি
নিহত
হয়েছেন এবং ৫৫
জন
আহত
হয়েছেন।
এছাড়া,
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ১৮ মার্চ থেকে
ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত এবং ৩,৭০০ জনেরও
বেশি আহত হয়েছেন।
প্রসঙ্গত,
২০২৩ সালের অক্টোবর থেকে গাজার পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে, যখন ইসরায়েলি হামলায় প্রায় ৫০,৮০০ ফিলিস্তিনি
নিহত এবং ১,১৫,০০০
এরও বেশি আহত হয়েছেন।