× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমগ্র গাজায় জোরালো হামলা শুরুর ঘোষণা দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ এপ্রিল ২০২৫, ১৫:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকার অধিকাংশ অংশে ইসরায়েলের সামরিক অভিযান শিগগিরই আরওজোরালোভাবে' সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ। শনিবার (১২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী জানান, গাজার দক্ষিণাঞ্চলে একটিনিরাপত্তা অঞ্চল' -এর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা রাফা খান ইউনিস শহরকে কার্যত আলাদা করে দিয়েছে।

ইতোমধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী খান ইউনিসসহ আশপাশের এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা উপত্যকা থেকে যদি আকাশপথে কোনো হামলা চালানো হয়, তাহলে তার কড়া জবাব প্রস্তুত রয়েছে।

যদিও হামাস ধরনের কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ টানা দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে নতুন করে বিশাল এলাকাজুড়ে অভিযান চালিয়ে দখল নিয়েছে ইসরায়েল, যার ফলে আরও হাজারো গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী কার্তজ আরও বলেন, গাজার আরও বিস্তৃত অঞ্চলজুড়ে শিগগিরই হামলা জোরদার করা হবে। এসব এলাকায় এখনো যারা অবস্থান করছেন, তাদের সরিয়ে নিতে হবে। হামাসকে নির্মূল করা, জিম্মিদের উদ্ধার এবং যুদ্ধের অবসানএই তিনটি লক্ষ্যেই আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি।

গাজায় ইসরায়েলি হামলার ফলে ইতোমধ্যেই মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক মহলে এই আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে, তবে যুদ্ধ থামার কোনো ইঙ্গিত এখনো দৃশ্যমান নয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.