× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল জাজিরায় ঢাকার ‘মার্চ ফর গাজা' র খবর

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ এপ্রিল ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে আয়োজিতমার্চ ফর গাজাকর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে উঠে এসেছে। ঢাকায় অনুষ্ঠিত এই কর্মসূচির খবর প্রচার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা।

আজ (১৩ এপ্রিল) আল জাজিরার লাইভ আপডেটেইসরায়েলি বোমা হামলায় গাজার আল-আহলি হাসপাতাল বন্ধশিরোনামের একটি প্রতিবেদনে ঢাকার বিক্ষোভ কর্মসূচির উল্লেখ করা হয়েছে। পাশাপাশিঢাকার 'মার্চ ফর গাজা'-তে লাখো মানুষের প্রতিবাদশিরোনামে একটি পৃথক প্রতিবেদনে কর্মসূচিটির বিশালতা গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) ঢাকায় আয়োজিত এই বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। এসময় তারা গাজায় চলমান হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান।

ঢাকার এই কর্মসূচির খবর প্রকাশ করেছে আরও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যার মধ্যে রয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট এবং আরব নিউজ।

বিশেষ করে আরব নিউজ তাদের প্রতিবেদনে দাবি করেছে, এই সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে, যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে অন্যতম বৃহৎ সংহতির কর্মসূচি হিসেবে বিবেচিত হয়েছে।

এছাড়াও, ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এও ঢাকার এইমার্চ ফর গাজাকর্মসূচির খবর প্রকাশ পেয়েছে, যেখানে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশিদের ব্যাপক সংহতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.