যুক্তরাষ্ট্রের
সঙ্গে আলোচনার পর এবার পারমাণবিক
ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে মস্কো যাচ্ছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই সফরের ঘোষণা
আসে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের প্রাথমিক আলোচনা শুরুর মাত্র কয়েকদিন পর। সোমবার (১৪ এপ্রিল) এই
তথ্য প্রকাশ করে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
ইরানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, সপ্তাহের শেষ দিকে আরাঘচি মস্কো সফর করবেন। এর আগে শনিবার
ওমানের রাজধানী মাস্কাটে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।
রাশিয়ার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মস্কো সফরে আরাঘচি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য শীর্ষ রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর
আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চিঠি দিয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানান এবং তেহরান সাড়া না দিলে সম্ভাব্য
সামরিক পদক্ষেপের হুমকি দেন।
পশ্চিমা
বিশ্ব বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান
করেছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সম্প্রতি
তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে।
গত
শনিবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে
পারমাণবিক ইস্যু নিয়ে উচ্চপর্যায়ের প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটিকে "গঠনমূলক পরিবেশে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে" হয়েছে বলে মন্তব্য করেছে। দুই পক্ষই আগামী সপ্তাহগুলোতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।