ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ। ছবিঃ সংগৃহীত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলা অব্যাহত রয়েছে। টানা প্রায় ১৮ মাস ধরে চলা এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি। শুধু হামলাই নয়, গাজা অঞ্চলে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ জারি রেখেছে। খাদ্য, পানি, বিদ্যুৎ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামসহ জরুরি সহায়তা আটকে রেখে মানবিক বিপর্যয় তৈরি করেছে তারা।
এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে ইসরায়েলের
প্রতি ক্ষোভ দিন দিন বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান
হালুৎজ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ইসরায়েলের শত্রু’
বলে আখ্যায়িত করেছেন। তেলআভিভভিত্তিক চ্যানেল ১২-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি
বলেন, “একজন শত্রু, যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং তার নাম
বেঞ্জামিন নেতানিয়াহু। শত্রুকে দমন করা উচিত, কিংবা বন্দি করা উচিত—তবে হত্যা করা
উচিত নয়।”
সাবেক এই সেনাপ্রধানের এমন মন্তব্যের
তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তারা বলেছেন, এটি
গণতন্ত্রের বিরুদ্ধে এক ধরনের উসকানি এবং চরম বামপন্থিদের প্রধানমন্ত্রীকে হত্যার
দিকে ঠেলে দিতে পারে। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, “আইডিএফ-এর ইতিহাসে সবচেয়ে
ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে বন্দি করার মতো শত্রু বলে অভিহিত
করেছেন। এটি মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং দায়িত্বজ্ঞানহীন উসকানি।”
ড্যান হালুৎজের এই মন্তব্য এসেছে এমন
এক সময়ে, যখন ইসরায়েলি সেনাবাহিনী ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি
বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হয়েছেন।
এর আগে গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও
আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। প্রায় দুই মাস
কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ফের বিমান হামলা
শুরু করে তারা। গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে
আবার শুরু হয় এই আক্রমণ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ
থেকে শুরু হওয়া এই নতুন দফার হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত
হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ২০০ জনের বেশি।
ইসরায়েলের এই হামলা কার্যত
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। জাতিসংঘ জানিয়েছে, চলমান আগ্রাসনে গাজার প্রায় ৮৫
শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস
হয়ে গেছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে
আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ
গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh