২০২৫ সালের হজ মৌসুমে বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদি আরবে যাওয়া যাত্রীদের আশ্রয় না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউস এবং স্থানীয় বাসিন্দাদের কঠোর নির্দেশ দিয়েছে সৌদি সরকার। দেশটির পর্যটন মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে এই নির্দেশনা জারি করেছে।
পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল থেকে নির্দেশনা কার্যকর হবে, যা বহাল থাকবে হজ মৌসুম শেষ হওয়া পর্যন্ত। নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করতে মক্কার বিভিন্ন আবাসিক এলাকায় নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী। মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা এবং হজের পবিত্রতা রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মক্কার হোটেল, মোটেল, রেস্টহাউসের মালিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে সৌদি কর্তৃপক্ষ।
প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান পবিত্র ভূমি সৌদি আরবে হজ পালন করতে আসেন। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ প্রতিটি স্বচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ।
তবে বাস্তবে দেখা যায়, অনেকেই প্রয়োজনীয় নথি বা বৈধ পারমিট ছাড়াই সৌদি আরবে প্রবেশ করেন এবং কখনো কখনো স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন। এই অবৈধ প্রবেশ এবং অবস্থান রোধে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর নীতি গ্রহণ করেছে সৌদি সরকার।
এছাড়া, সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব উমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করতে হবে।