ইরান
যেন পারমাণবিক
অস্ত্রের
স্বপ্ন বাস্তবায়ন
করতে না পারে, সেজন্য দ্রুত পদক্ষেপ
নেওয়ার আহ্বান জানিয়েছেন
যুক্তরাষ্ট্রের
সাবেক প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্প।
তার দাবি, ইরান বর্তমানে
পারমাণবিক
অস্ত্র তৈরির খুব কাছাকাছি
অবস্থানে
রয়েছে।
সোমবার
(১৪ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে
তিনি এ মন্তব্য
করেন। তার বক্তব্যের
আগে ওমানে ইরানের এক জ্যেষ্ঠ
কর্মকর্তার
সঙ্গে মার্কিন
মধ্যপ্রাচ্যবিষয়ক
বিশেষ দূত স্টিভ উইটকফের
বৈঠক অনুষ্ঠিত
হয়।
ট্রাম্প
বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে
যুক্তরাষ্ট্রের
সঙ্গে একটি পারমাণবিক
চুক্তি করতে বিলম্বিত
করছে। আমার মনে হচ্ছে তারা আমাদের টোকা দিচ্ছে।
ইরানকে অবশ্যই পারমাণবিক
অস্ত্রের
ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাদের এটি থাকতে পারে না।
তিনি
আরও হুঁশিয়ারি
উচ্চারণ
করে বলেন, তেহরান যদি এই স্বপ্ন থেকে না সরে, তাহলে তাদের পারমাণবিক
স্থাপনাগুলো
সম্ভাব্য
সামরিক হামলার মুখোমুখি
হতে পারে।
উল্লেখ্য,
সম্প্রতি
ওমানে অনুষ্ঠিত
বৈঠক নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র
উভয় পক্ষই জানিয়েছে,
আলোচনাটি
‘ইতিবাচক
ও গঠনমূলক’
ছিল। দ্বিতীয়
দফা বৈঠক অনুষ্ঠিত
হতে পারে আগামী শনিবার, সম্ভাব্য
ভেন্যু হিসেবে বিবেচনায়
রয়েছে ইতালির রোম শহর।
এর
আগে সাবেক প্রেসিডেন্ট
জো বাইডেনের
মেয়াদে উভয় দেশ পরোক্ষ আলোচনায়
অংশ নিলেও তা বিশেষ কোনো অগ্রগতি
অর্জন করতে পারেনি।
সর্বশেষ
সরাসরি আলোচনা হয় বারাক ওবামার শাসনামলে,
যার ফলাফল ছিল ২০১৫ সালের ঐতিহাসিক
পরমাণু চুক্তি।
তবে ডোনাল্ড
ট্রাম্প
প্রেসিডেন্ট
হিসেবে দায়িত্ব
নেওয়ার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে
প্রত্যাহার
করে নেন।