যুক্তরাজ্যের
কারপেন্ডার্স পার্কের একটি মুসলিম কবরস্থানে হামলার ঘটনা ঘটেছে। কবরস্থানটি ভাঙচুরের শিকার হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত
হয়েছে অন্তত ৮৫টি কবর।
মানবাধিকার
সংস্থাগুলো অভিযোগ করছে, ইসলামবিদ্বেষ থেকেই এ হামলা চালানো
হয়েছে। তারা ঘটনাটিকে একটি ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে।
কবরস্থানে এমন বর্বর তাণ্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও।
হ্যারটফোর্ডশায়ার
পুলিশ জানায়, তারা ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হামলার পেছনে কারা জড়িত এবং এর সুনির্দিষ্ট কারণ
এখনো জানা যায়নি। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, যেসব কবর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর অনেকগুলোই শিশু ও কিশোরদের।
এদিকে,
গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের জেরে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ-সমাবেশ বাড়ছে। সেই সঙ্গে, ইসলামবিদ্বেষের ঘটনাও বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকারকর্মীরা। মুসলিম সম্প্রদায়ের নেতারা মনে করছেন, আন্তর্জাতিক অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনার
পারিপার্শ্বিক প্রভাবে ইউরোপজুড়ে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা বাড়ছে।
এই
ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদারের পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছে।