× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার চীনা পণ্যে শুল্ক ২৪৫ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে চীনা পণ্যের ওপর শুল্ক আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, এখন থেকে চীনকে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে।

ঘটনার সূত্রপাত চলতি এপ্রিল মাসের শুরুতে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক দেশের মতো চীনা পণ্যের ওপরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করলে ট্রাম্প আরও ৫০ শতাংশ বাড়িয়ে দেন। এতে মোট শুল্ক দাঁড়ায় ৮৪ শতাংশ। এর সঙ্গে পূর্বের ২০ শতাংশ যোগ হয়ে তা ১০৪ শতাংশে পৌঁছায়।

পরবর্তী সময়ে আরও এক দফা বাড়িয়ে ট্রাম্প তা ১২৫ শতাংশে উন্নীত করেন। এরপর গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) তা আরও বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। এর জবাবে চীন শুক্রবার (১১ এপ্রিল) জানায়, তারা এবার মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করবে।

সবশেষ মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, চীনের পাল্টা শুল্কারোপের প্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরও ১০০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করছে। ফলে এখন থেকে চীনা পণ্যে সর্বোচ্চ ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, এই পদক্ষেপ ট্রাম্পেরআমেরিকা ফার্স্ট ট্রেড পলিসি’-এর অংশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.