ইরানের
পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পরিবর্তে কূটনৈতিক চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার উদ্যোগ নিয়েছেন তিনি। আজ (১৭ এপ্রিল) নিউইয়র্ক
টাইমসের এক প্রতিবেদনে এ
তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, চলতি বছরের মে মাসে ইসরায়েল
ইরানে হামলার পরিকল্পনা করেছিল। লক্ষ্য ছিল—পারমাণবিক কর্মসূচির গতি কমিয়ে অন্তত এক বছর কিংবা
তারও বেশি সময় পিছিয়ে দেওয়া। তবে তেহরানে সফল হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন ছিল ইসরায়েলের।
কয়েক
মাসের আলোচনার পর হামলার পথ
থেকে সরে এসে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার ওমানে
অনুষ্ঠিত হয় প্রথম দফার
বৈঠক। বৈঠকে অংশ নেয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
উভয় পক্ষই আলোচনাকে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ বলে
মন্তব্য করেছে।
পরমাণু
কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার বৈঠক আগামী শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।