× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ এপ্রিল ২০২৫, ২১:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রুশ নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ফিলিস্তিনি নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

বুধবার (১৬ এপ্রিল) ক্রেমলিনে হামাসের জিম্মিদশা থেকে মুক্ত হওয়া তিন রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। খবর নিশ্চিত করেছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

সাক্ষাতের সময় পুতিন বলেন, এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক ব্যাখ্যায় যেতে চাই না। তবে এটা বলা যায়, যা ঘটেছে তা খুবই দুঃখজনক। কিন্তু আজ আপনারা মুক্ত, তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী, স্থিতিশীল সম্পর্ক।

তিনি আরও জানান, মস্কো ফিলিস্তিনের জনগণ নেতৃত্বের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি সুসম্পর্ক বজায় আছে। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০২৩ সালে হামাসের নজিরবিহীন অভিযানের সময় ইসরায়েল সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন রুশ নাগরিক আলেক্সান্দার ত্রুফানোভ, তার মা এলেনা ত্রুফানোভ এবং বাগদত্তা সাপির কোহেন। ওই বছরের নভেম্বরে যুদ্ধবিরতির সময় মুক্তি পান এলেনা সাপির। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পান আলেক্সান্দার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.