× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনায় তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ এপ্রিল ২০২৫, ২১:৫৯ পিএম । আপডেটঃ ১৭ এপ্রিল ২০২৫, ২১:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইরানের রাজধানী তেহরানে এক রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই সফরে তিনি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সেই আলোচনার ধারাবাহিকতায় আরাগচির আমন্ত্রণে এই সফরে যান প্রিন্স খালিদ।

বিশ্লেষকদের মতে, সৌদি-ইরান সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টায় সফর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে ইয়েমেন সংকট, পারস্য উপসাগরের নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সহযোগিতার পথ উন্মোচনে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।

এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার পর সম্পর্ক পুনরায় উষ্ণ করার উদ্যোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.