ছবিঃ সংগৃহীত।
মধ্য ইসরায়েলের অন্যতম প্রাকৃতিক সম্পদ ‘আইনোট গিবটন’ প্রকৃতি সংরক্ষণ এলাকা ভয়াবহ দাবানলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মাত্র দুই বছর আগে দীর্ঘ এক দশকের পুনরুদ্ধার কাজ শেষে পুনরায় উন্মুক্ত করা হয়েছিল এলাকাটি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাদ দিয়ে দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) দুপুরে শেফেলা অঞ্চলে, হাইওয়ে ৬-এর কাছাকাছি ভয়াবহ দাবানল শুরু হয়। প্রচণ্ড গরম ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৫৩ একর প্রাকৃতিক
ভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক দশকের পরিবেশ
পুনর্বাসন প্রকল্প মুহূর্তেই ভেস্তে যায়। আগুন আইনোট গিবটন থেকে আশপাশের কৃষি জমিতে ছড়িয়ে পড়ে—বিশেষ করে প্তাচিয়া, পেদায়া ও ইয়াতসিতজ মোষাভ
(গ্রামীণ জনপদ) এলাকায়। এ কারণে হাইওয়ে
৬ কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি
পরিস্থিতি মোকাবেলায় বড় পরিসরের উদ্ধার
তৎপরতা শুরু হয়।
অবিরাম
চেষ্টা সত্ত্বেও দমকল বাহিনী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি। এতে পরিবেশগত ও অবকাঠামোগত ব্যাপক
ক্ষতি হয়। দক্ষিণ উপকূলীয় সমভূমিতে অবস্থিত আইনোট গিবটন সংরক্ষিত এলাকা ছিল একটি বিরল জলাভূমি পরিবেশ এবং জীববৈচিত্র্যের কারণে অঞ্চলটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
প্রায়
৩০ লাখ শেকেল (প্রায় ৯ কোটি টাকা)
ব্যয়ে এই এলাকার পুনর্বাসন
প্রকল্প পরিচালিত হয় গেজার আঞ্চলিক
কাউন্সিল, ইসরায়েল ন্যাচার অ্যান্ড পার্কস অথরিটি, এবং ইসরায়েল ল্যান্ড অথরিটির ওপেন স্পেস সংরক্ষণ তহবিলের সহায়তায়। প্রকল্পের অধীনে সেখানে বিরল প্রজাতির পুনঃপ্রবর্তন এবং একটি বড় জলাধার নির্মাণ
করা হয়েছিল, যা আগুনে সম্পূর্ণভাবে
ধ্বংস হয়ে গেছে।
পরিবেশবিদ
ও কর্মকর্তারা সতর্ক করেছেন, এই দাবানলের ফলে
দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। এর মধ্যে রয়েছে—আক্রমণাত্মক প্রজাতির ফিরে আসা, পাখিদের বাসা বাঁধার চক্রে বিঘ্ন, এবং বন্য প্রাণীর নিরাপদ আবাস হারানো। হেঁটে চলার পথ এবং পর্যবেক্ষণ
টাওয়ারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জননিরাপত্তার জন্য
ঝুঁকি তৈরি করেছে।
আইনোট
গিবটনের আগুন কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—এই দাবানল
এখন কেন্দ্র ও দক্ষিণ ইসরায়েলের
বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে। বেইত শেমেশ ও জেরুজালেম পাহাড়েও
একাধিক স্থানে দাবানলের খবর পাওয়া গেছে, যেগুলোর কারণে অনেক গ্রাম ও বসতি থেকে
লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশজুড়ে
এ পর্যন্ত ১০০টির বেশি দমকল দল, বিমানের স্কোয়াড্রন ও হেলিকপ্টার আগুন
নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। রাতে ইসরায়েলি বিমানবাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় যোগ দেওয়ার কথা জানিয়েছে। মেসিলাত জিওন, বেইত মেইর এবং বার্মা রোড এলাকায় এখনো আগুন জ্বলছে। সেখানে অগ্নি-প্রাচীর তৈরি করে আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চলছে।
জরুরি সেবা কর্মীরা দ্রুততার সঙ্গে স্থানীয়দের সরিয়ে নিয়েছেন এবং বহু গৃহপালিত পশু ও খামারের প্রাণীকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছেন। প্রাণীদের দ্রুত সরিয়ে নেওয়ার ফলে প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh