কাশ্মিরের
পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিটি ভারতীয় নাগরিক ক্ষুব্ধ ও শোকাহত—এমনটাই
জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মন কি বাত’
অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, এই হামলা কেবল
কাপুরুষতা নয়, বরং সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের হতাশার বহিঃপ্রকাশ।
আজ
(২৭ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে
এসেছে।
প্রধানমন্ত্রী
বলেন, কাশ্মিরে শান্তি ফিরছিল। স্কুল-কলেজ সরব ছিল, উন্নয়ন চলছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটন ছিল রেকর্ড পর্যায়ে, মানুষ আয় করছিল এবং
তরুণদের সামনে নতুন দিগন্ত খুলে যাচ্ছিল। এই অগ্রগতিকে সইতে
পারেনি দেশের শত্রুরা।
তিনি
আরও বলেন, হামলার ছবি দেখে প্রতিটি ভারতীয়ের রক্ত ফুটছে। দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি ভাষাভাষী মানুষ এই যন্ত্রণা অনুভব
করছেন।
নরেন্দ্র
মোদি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই কাপুরুষোচিত হামলায়
যারা জড়িত, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও
করতে পারবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ন্যায়বিচার দেওয়া হবে।
তিনি
সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই
ঐক্যের জোরেই আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসকে পরাস্ত করব।
উল্লেখ্য,
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামের বাইসরান এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী
হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটক
ও একজন কাশ্মিরি নাগরিক। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা হিসেবে
বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রী
মোদি বলেন, সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। আমরা সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের
খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেব। ১৪০ কোটি মানুষের দৃঢ় সংকল্পই সন্ত্রাসবাদকে চূর্ণ করে দেবে।