× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্রান্সে মসজিদে নামাজরত মুসল্লিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ এপ্রিল ২০২৫, ১৭:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে এক মসজিদে নামাজরত ব্যক্তিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ইসলামবিদ্বেষী এই নৃশংস হামলার কড়া নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু।

শুক্রবার (২৫ এপ্রিল) নামাজের সময় ওই ব্যক্তি হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী একাধিকবার ছুরি দিয়ে আঘাত করার পাশাপাশি উচ্চ স্বরে ইসলামের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে এবং পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে।

এক্স (সাবেক টুইটার)- দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বেরু বলেন, শুক্রবার এক নামাজরত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিওতে ইসলামবিদ্বেষের জঘন্য রূপ দেখা গেছে। আমরা ভুক্তভোগীর পরিবার শোকাহতদের পাশে আছি। তিনি আরও জানান, খুনিকে গ্রেপ্তার কঠোর শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয় সব সম্পদ ব্যবহৃত হচ্ছে।

আঞ্চলিক কৌঁসুলি আবদেলক্রিম গ্রিনি জানান, এই হামলাকে ইসলামবিদ্বেষী অপরাধ হিসেবে দেখা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক। তাকে খুঁজে পেতে সর্বোচ্চ গুরুত্বে তল্লাশি চালানো হচ্ছে।

মসজিদের ভেতরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারী ঘটনাস্থলে থাকা ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে বলছে, আমাকে গ্রেপ্তার করা হবে, এটা নিশ্চিত।

এই ঘটনার পর ফ্রান্সে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো হামলার দ্রুত তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

 সূত্র:  এএফপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.