× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ এপ্রিল ২০২৫, ২০:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আরব সাগরে একাধিক অ্যান্টি-শিপ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। দেশটির নৌবাহিনী একে সমুদ্র নিরাপত্তা এবং যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

শনিবার (২৬ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং ভূমি-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ভারতীয় নৌবাহিনী। এক্সে দেওয়া পোস্টে নৌবাহিনী জানিয়েছে, দীর্ঘ পরিসরে নির্ভুল হামলার সক্ষমতা যাচাই প্রদর্শনের জন্য আমাদের জাহাজ, প্রযুক্তি এবং নাবিকরা একাধিক সফল অ্যান্টি-শিপ মিসাইল পরীক্ষা চালিয়েছে। যেকোনো সময়, যেকোনো স্থানে, যেকোনো পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনী দেশের সমুদ্র স্বার্থ রক্ষায় সদা প্রস্তুত।

প্রতিবেদনে আরও বলা হয়, এই মিসাইল পরীক্ষাগুলো এমন সময় চালানো হয়েছে, যখন কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। ওই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তান নৌবাহিনীর নির্ধারিত সারফেস-টু-সারফেস মিসাইল পরীক্ষার আগেই ভারতীয় নৌবাহিনী তাদের সক্ষমতা প্রদর্শন করল।

হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে বহু পুরনো এবং গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত। এর জবাবে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, এই ধরনের পদক্ষেপ যুদ্ধের শামিল হতে পারে। একইসঙ্গে তারা ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের কথা জানায়।

এদিকে, উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় পরপর তিন রাত ধরে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.