× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে পানি সরবরাহ বন্ধের আহ্বান জানালেন বিজেপি এমপি

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ এপ্রিল ২০২৫, ২০:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডার বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি বাংলাদেশবিরোধী বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার দাবি তুলেছেন তিনি।

একইসঙ্গে ভারত-বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তিকেভুল সিদ্ধান্তবলে উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান তিনি। হিন্দুত্ববাদী এই রাজনীতিক বলেন, “গঙ্গার পানি নিয়ে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার যে চুক্তি করেছিল, তা ছিল সম্পূর্ণ ভুল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব? এখন সময় এসেছে তাদের চূর্ণবিচূর্ণ করার। বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনিসাপশব্দটি ব্যবহার করেন, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে।

নিশিকান্ত দুবে তার বক্তব্যে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, নিতিশ কুমার বহুদিন ধরেই বলে আসছেন, বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ যতদিন সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া বন্ধ না করবে, ততদিন তাদের পানি দেওয়া উচিত নয়।

তবে বাংলাদেশ কখন বা কিভাবে সন্ত্রাসবাদে সমর্থন দিয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি এই বিজেপি নেতা।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে। জবাবে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারত যদি পানির প্রবাহ বন্ধের চেষ্টা করে, তাহলে তা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.