কাশ্মিরের
পেহেলগামে ভয়াবহ বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে
উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত যদি উত্তেজনা বাড়ায়, তাহলে আমাদের আর কেউ থামাতে
পারবে না। আজ (২৭ এপ্রিল) পাকিস্তানের
শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ
তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী
খাজা আসিফ বলেন, পুরো পাকিস্তান আজ তাদের সশস্ত্র
বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, যদি ভারত পুলওয়ামার ঘটনার মতো কোনো উসকানি দেয়, তাহলে মোদি সরকারকে আগের মতোই কঠোর জবাব দেওয়া হবে।
তিনি
আরও বলেন, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যেকোনো ধরনের সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তির জন্যও বড় হুমকি। এ
কারণে এই ইস্যু এখন
আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, পেহেলগামের ঘটনায় নিরপেক্ষ তদন্ত শুরু করার আহ্বান জানান খাজা আসিফ।
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে তিনি বলেন, উনি যদি উত্তেজনার পথ বেছে নেন,
তাহলে আমরা তা প্রতিরোধে পিছপা
হব না। আমরা মোদিকে পুরো পথ অনুসরণ করব।”
খাজা আসিফ দাবি করেন, মোদি পূর্বেও পুলওয়ামার মতো ঘটনার সময় একই রকম মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন। তবে এবার পাকিস্তান আরও বেশি প্রস্তুত এবং যথেষ্ট শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।
প্রসঙ্গত,
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পেহেলগামে
এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয়
এবং একজন নেপালি নাগরিক প্রাণ হারান। এর পর থেকেই
নয়াদিল্লি ইসলামাবাদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করে। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য
দায়ী করলেও ইসলামাবাদ তা স্পষ্টভাবে অস্বীকার
করেছে।
হামলার
পর ভারত কয়েকটি তাৎক্ষণিক কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে রয়েছে
— সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত, প্রধান স্থল সীমান্ত বন্ধ, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার এবং উভয় দেশের হাইকমিশনের কর্মীদের সংখ্যা হ্রাস করার ঘোষণা।
এর
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) জরুরি বৈঠকে বসে এবং ভারতবিরোধী সমমর্যাদার কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়।