× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে কোনো ভারতীয় সেনাকে পাঞ্জাব দিয়ে যেতে দেব না- খালিস্তানপন্থি নেতা

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ এপ্রিল ২০২৫, ২০:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, ভারতসিন্ধু পানি চুক্তিথেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এর জবাবে পাকিস্তান সতর্ক করে বলেছে, এই চুক্তি ভঙ্গ হলে তা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অবস্থানরত খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন পাকিস্তানের পক্ষে অবস্থান প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণের জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না। ভারতের সাহস নেই পাকিস্তানে হামলা চালানোর।

পান্নুন আরও বলেন, আমরা, দুই কোটিরও বেশি শিখ সম্প্রদায়, পাকিস্তানের পক্ষে ইটের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছি।

তিনি ভারতের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আক্রমণকারীরা শেষ পর্যন্ত টিকে থাকে নাসে ইন্দিরা গান্ধী হোন, নরেন্দ্র মোদি, অমিত শাহ কিংবা অন্য কেউ। তাদের সবাইকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

পান্নুন দাবি করেন, কাশ্মিরের পেহেলগামে হামলা আসলে ভারতের সাজানো নাটক, যার উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা হাসিল করা।

নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত নিজেই নিরীহ হিন্দুদের হত্যা করছে, বলেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.