× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী দু-তিন দিন খুব গুরুত্বপূর্ণ- খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক।

২৯ এপ্রিল ২০২৫, ১০:৫৪ এএম

ছবিঃ সংগৃহীত।

ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা যুদ্ধে রূপ নিতে পারেএমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। তিনি দেশবাসীকে এই সম্ভাব্য সংঘাতের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, আগামী দু’-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে, তাহলে এই সময়ের মধ্যেই ঘটবে। আর যদি কিছু না ঘটে, তাহলে বুঝতে হবে আমরা একটি বড় বিপদ এড়াতে পেরেছি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সামা টিভিকে দেওয়া বক্তব্যে আসিফ জানান, এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের সকলকে এখন সতর্ক থাকতে হবে। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভারতের পক্ষ থেকে সামরিক হামলা আসন্ন।

উল্লেখ্য, ২২ এপ্রিল (মঙ্গলবার) ভারতের জম্মু কাশ্মির রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে এক ভয়াবহ জঙ্গি হামলা হয়। কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর--তৈয়বার সহযোগী সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'-এর হামলায় ২৬ জন পর্যটক নিহত হন এবং আরও অনেকেই আহত হন। নিহত ব্যক্তিরা সবাই পুরুষ। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক কঠোর সিদ্ধান্ত নেয়। জবাবে পাকিস্তানও ভারতের জন্য তাদের স্থল আকাশসীমা বন্ধসহ বিভিন্ন পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে, কাশ্মির সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গত কয়েক দিন ধরে গুলি বিনিময় চলছে, যাতে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.