ভারতের
পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ‘অবৈধ বাংলাদেশি' অনুপ্রবেশকারীদের
বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় আজ (২৯ এপ্রিল) সকাল
থেকে বেআইনি ঘরবাড়ি উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন।
গত
শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে গুজরাট রাজ্যজুড়ে এই অভিযান শুরু
হয়। পুলিশ জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত এ অভিযানে প্রায়
৬,৫০০ জনকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে মাত্র ৪৫০ জনের ‘বাংলাদেশি’ পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানান রাজ্যের পুলিশ মহাপরিদর্শক বিকাশ সহায়।
এই
ঘটনার পরেই আহমেদাবাদের চান্দোলা লেক এলাকার 'সিয়াসতনগর বাঙাল ভাস' নামে পরিচিত একটি বসতিতে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। পুলিশের অভিযোগ, এই এলাকার অধিকাংশ
বাসিন্দা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং সেখানে বহু বেআইনি নির্মাণ রয়েছে। এ বিষয়ে আগেই
আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়েছিল।
পুলিশের
যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআই-কে জানান, মঙ্গলবার
সকাল থেকে প্রায় ৫০টি বুলডোজার এবং দুই হাজার পুলিশ সদস্য ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজে মোতায়েন করা হয়েছে।
স্থানীয়
সংবাদদাতাদের বরাতে জানা গেছে, ভোররাত থেকেই অনেকে বাড়িঘর ছেড়ে চলে যেতে শুরু করেছিলেন, যাদের অনেকেই অভিযান শুরুর খবর আগেই পেয়েছিলেন।
সূত্রঃ বিবিসি
বাংলা।