× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে পাকিস্তান হাইকমিশন ভাঙচুরের ঘটনায় ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক।

২৯ এপ্রিল ২০২৫, ২০:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অঙ্কিত লাভ, বয়স ৪১ বছর। তাকে রোববার (২৭ এপ্রিল) ভোরে লন্ডনের পাকিস্তান হাইকমিশনের জানালায় ভাঙচুরের ঘটনায় আটক করা হয়।

আজ (২৯ এপ্রিল) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

সোমবার (২৮ এপ্রিল) ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করার জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, ভোরবেলা হাইকমিশনের জানালায় ভাঙচুর চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অঙ্কিত লাভকে আটক করে। তার বিরুদ্ধে 'ক্রিমিনাল ড্যামেজ'  বা অপরাধমূলক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও টানাপোড়েনের মধ্যে পড়ে। ঠিক তখনই লন্ডনের কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

অঙ্কিত লাভের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ও বেশ আলোচিত। তার জন্ম ভারতের জম্মু কাশ্মীরে। ২০১৫ সালে তিনি নিজেকে ডোগরা রাজবংশের উত্তরসূরি এবং জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির প্রতিষ্ঠাতা ভীম সিং-এর সন্তান হিসেবে ঘোষণা করেন। প্যান্থার্স পার্টি একটি ধর্মনিরপেক্ষ বামঘেঁষা রাজনৈতিক দল, যা জম্মু কাশ্মীরের আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ছিল।

২০১৬ সালে যুক্তরাজ্যে মেয়র পদে নির্বাচন করার জন্য অঙ্কিত লাভওয়ান লাভ পার্টিনামে একটি রাজনৈতিক দল গঠন করেন। তবে সেই নির্বাচনে তার ফলাফল ছিল অত্যন্ত দুর্বল এবং নির্বাচনের পর দলটি কার্যত বিলুপ্ত হয়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.