× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে ক্রিকেট ম্যাচ চলাকালে ‘পাকিস্তান জিন্দাবাদ' বলায় পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক।

৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ এএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে ক্রিকেট ম্যাচ চলাকালীনপাকিস্তান জিন্দাবাদস্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুডুপু গ্রামের ভাট্রা কাল্লুরতি মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি স্লোগান দেওয়ার পরই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ম্যাঙ্গালুরু সিটির পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, প্রথমে মরদেহটি মন্দির মাঠের কাছে পাওয়ার পর এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়। তবে পরদিন সোমবার (২৮ এপ্রিল) ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যায়, মৃতদেহে একাধিক ভোঁতা জখমের চিহ্ন ছিল এবং চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর স্থানীয় এক বাসিন্দা ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ১০৩() ধারায় একটি মামলা দায়ের করেন, যেখানে বলা হয়েছেএই হত্যাকাণ্ডে পাঁচ বা ততোধিক ব্যক্তি জড়িত। ধারায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

পুলিশের দাবি, ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও অন্তত ১০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনায় কুডুপুরের বাসিন্দা শচীনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। সিসিটিভি ফুটেজ মোবাইল ডেটা বিশ্লেষণের মাধ্যমে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.