× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এত সহজে কেউ পাকিস্তানে হামলার সাহস পাবে না- মরিয়াম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক।

৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই এত সহজে কেউ এই দেশে হামলা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ।

আজ (৩০ এপ্রিল) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মরিয়াম নওয়াজ বলে, আজ পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, যদি দেশের বিরুদ্ধে কোনো বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।

মরিয়াম নওয়াজ পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির পেছনে শহীদদের আত্মত্যাগকে মূল উৎস হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, পারমাণবিক শক্তি থাকায় পাকিস্তানের শত্রুরা এই দেশে সহজে আক্রমণের সাহস করবে নাএমন মন্তব্য করেন মরিয়াম।

এদিকে, জম্মু কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারেএমন গোয়েন্দা তথ্যও প্রকাশ পেয়েছে।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।

সোমবার প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফও এক বিবৃতিতে বলেন, যদি ভারত সত্যিই সামরিক অভিযান শুরু করে, তবে পাকিস্তান তার অস্তিত্ব সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.