কলকাতার একটি আবাসিক হোটেলে আগুনে ১৪ জন নিহত হয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বড়বাজারে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন আরও অনেকেই। ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে বেগ পেতে হয়। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে , মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন হোটেলের কার্নিশে চলে আসেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে আসেন কীভাবে এই আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। বুধবার ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে।