সৌদি
আরবের মক্কায় ভুয়া হজ প্যাকেজ প্রচারের
অভিযোগে চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। হাজিদের আবাসন ও পরিবহন সুবিধা
দেওয়ার নামে প্রতারণামূলক প্রচার চালানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আজ (৩০ এপ্রিল) সৌদি
গেজেটের এক প্রতিবেদনে এই
তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়, মক্কা পুলিশের নিরাপত্তা টহল দলের সদস্যরা ওই চার চীনা
নাগরিককে আটক করে। তারা মক্কায় অবস্থান ও যাতায়াত সুবিধা
দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হাজিদের টার্গেট করছিলেন।
চলতি
সপ্তাহে এমন আরেকটি প্রতারকচক্রকেও গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন
দিয়ে হাজিদের বিভ্রান্ত করছিল। বিজ্ঞাপনগুলোর মধ্যে ছিল হজের সময় আবাসন, পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াত, অন্যের পক্ষে হজ পালনের সেবা,
কুরবানির পশু সরবরাহ ও বিতরণ, এমনকি
হজ ব্রেসলেট বিক্রির কথাও।
এ
বিষয়ে সৌদি প্রশাসন হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতারণা রোধে মক্কা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে বেশ কয়েকজন প্রতারককে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।