চন্দনোৎসব চলাকালে বুধবার ভোরের আগে ২০ ফুট লম্বা দেয়াল ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে, জানিয়েছে এনডিটিভি।
ঘটনার খবর পেয়ে দেওয়া বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ এবং আহত প্রতিজনকে ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ারও ঘোষণা দেন।
এনডিটিভি জানিয়েছে, ৩০০ রুপির টিকেট কিউ সংলগ্ন যে দেয়ালটি ধসে পড়েছে, সেটি মাত্র ২০ দিন আগেই নির্মিত হয়েছিল।
দেয়াল ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিটিভি) ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়া ভক্তদের উদ্ধারকাজ শুরু করে।
আহতদের দ্রুত কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেয়াল ধসের কারণ কী, তা এখনও জানা যায়নি।
“রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে বলে খেয়াল করেছি আমরা। সঙ্গে ছিল তীব্র বাতাস। এই এলাকায় হঠাৎ করে প্রবল বাতাস এবং পানির তীব্র স্রোত বয়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিক অনুমান।
“দেয়ালটির চারপাশে মাটির গাঁথনিও ছিল, মাটি আলগা হয়ে যেতে পারে। বাতাস, প্যান্ডেল পড়ে যাওয়ার কারণেও মাটি আলগা হয়ে থাকতে পারে,” বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেছেন দেবোত্তর বিভাগের মুখ্য সচিব ভিনয় চান।
বুধবার সকালের মধ্যেই উদ্ধার কাজ শেষ হয়। এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধানে অন্ধ্রের স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আনিতা ভাঙালাপুডি ঘটনাস্থলে যান।
প্রতিবছর ৩০ এপ্রিল অন্ধ্রের এই মন্দিরে চন্দনোৎসব বা চন্দন যাত্রা উদ্যাপিত হয়। এদিন ভক্তরা ভগবান নরসিংহের মূর্তি দেখার সুযোগ পান, বছরের অন্য সময় এটি চন্দনের প্রলেপে ঢাকা থাকে।