জম্মু
ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও
পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে সামরিক
সংঘাতের আশঙ্কা বাড়ছে প্রতিদিনই। এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে
ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কাজনক তথ্যও সামনে এনেছে ইসলামাবাদ, যার উৎস দেশটির গোয়েন্দা সংস্থা।
আজ
(৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
এই
উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে কাশ্মিরের আকাশে নজিরবিহীন তৎপরতা দেখা গেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মিরের আকাশে টহল দেওয়ার সময় পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়। যদিও ভারতীয় বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি, তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি—তাদের তাৎক্ষণিক সাড়া ও প্রতিরক্ষামূলক প্রস্তুতির
কারণেই ভারতীয় যুদ্ধবিমানগুলো পিছু হটে।
ঘটনার
কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তাঁদের হাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী ২৪
থেকে ৩৬ ঘণ্টার মধ্যে
ভারত সামরিক অভিযান চালাতে পারে। এ বিষয়ে জাতিসংঘ
মহাসচিব আন্তেনিও গুতেরেস-এর সঙ্গেও কথা
বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
এমনকি
ভারতের যদি সত্যিই আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার সাহস হয়, তাহলে পরমাণু অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে পাকিস্তান—এমন চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। তিনি বলেন, দেশের অস্তিত্ব ও ভূখণ্ড রক্ষায়
সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত ইসলামাবাদ।