× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাবানলে পুড়ছে ইসরায়েল দখলকৃত পশ্চিম জেরুজালেম; আন্তর্জাতিক সাহায্যের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক।

০১ মে ২০২৫, ২০:৫৭ পিএম । আপডেটঃ ০১ মে ২০২৫, ২০:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলোতে দাবানল দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১ মে) আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০টির বেশি অগ্নিনির্বাপক দল কাজ করছে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে অগ্নিনির্বাপক বিমান এসে সহায়তা করছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, গতকাল দাবানলের কারণে বন্ধ হওয়া বেশ কয়েকটি সড়ক খুলে দেওয়া হয়েছে এবং যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল, তাদের অনেকেই আজ ফিরতে পেরেছেন। তবে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি যে কোনো সময় আবার অবনতির দিকে যেতে পারে।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, এ দাবানল দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার একর এলাকা পুড়ে গেছে, যার মধ্যে ৩ হাজার ২০০ একর বনাঞ্চল, বিশেষ করে মোদি’ইনের কানাডা পার্ক সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

আগুনের সূত্রপাত ঘটে গত বুধবার সকালে, জেরুজালেমের বিভিন্ন পাহাড়ে। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তৃত হয় এবং বহু এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তাদের পরিচয় বা রাজনৈতিক পটভূমি প্রকাশ করা হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.