× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাব দেয়া হবে- পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক।

০২ মে ২০২৫, ১৩:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাবে দ্রুত, দৃঢ় এবং কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।

বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাব প্রদেশের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) একটি সামরিক মহড়া পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। পরবর্তীতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে এ হুঁশিয়ারির কথা জানায়।

সেনাপ্রধান বলেন, একটি বিষয় নিয়ে কোনো বিভ্রান্তি নেই—ভারতের যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত এবং জোরালোভাবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ভারত। তবে ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করেছে।

এই হামলার কয়েকদিন আগে কাশ্মির ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন জেনারেল আসিম মুনির, যা তাকে সমালোচনার মুখে ফেলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.