× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জম্মু-কাশ্মিরে তিন ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ মে ২০২৫, ১৬:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গিরিখাতে পড়ে অন্তত তিন সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার (৪ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, নিহতরা হলেন অমিত কুমার, সুজীত কুমার এবং মান বাহাদুর।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে প্রায় ৭০০ ফুট নিচে গভীর গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে সেনাসদস্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ এবং কিছু কাগজপত্র।

পিটিআইয়ের খবরে আরও বলা হয়, সেনাবাহিনীর একটি গাড়িবহরের অংশ হিসেবে গাড়িটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার পথে ব্যাটারি চশমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার পরই সেনাবাহিনীর সদস্যরা, জম্মু কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কার্যক্রম শুরু করে।

তবে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.