× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তুরস্কের আকাশসীমায় নেতানিয়াহুর বিমান উড়তে বাধা

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ মে ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তার আজারবাইজান সফর বাতিল করতে হয়েছে। শনিবার ( মে) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক মিডল ইস্ট আই।

নেতানিয়াহুর কার্যালয় সফর বাতিলের পেছনেআঞ্চলিক উত্তেজনাকে কারণ হিসেবে উল্লেখ করলেও, প্রকৃতপক্ষে আকাশপথে তুরস্কের নিষেধাজ্ঞাই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে। তুরস্ক নেতানিয়াহুর বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর, বিকল্প রুট হিসেবে গ্রিস বুলগেরিয়ার আকাশপথ ব্যবহারের চিন্তাভাবনা করা হয়। কিন্তু সে রুটে সময় দ্বিগুণ লাগার আশঙ্কায় শেষ পর্যন্ত পুরো সফর বাতিল করা হয়।

তুরস্কের এমন পদক্ষেপ ইসরায়েল-তুরস্ক কূটনৈতিক সম্পর্কের তলানিতে পৌঁছানোর নতুন ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। এর আগেও, ২০২৪ সালের নভেম্বরে কপ-১৯ সম্মেলনে অংশগ্রহণের কথা থাকলেও তুরস্কের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মুখে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগও শেষ মুহূর্তে সফর বাতিল করেন।

তুরস্ক ছাড়াও ইসরায়েল থেকে আজারবাইজানে পৌঁছানোর সাধারণ রুটগুলো হলো সিরিয়া, ইরাক ইরানযেগুলো ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ নয়। ফলে আকাশপথে প্রতিবন্ধকতা নেতানিয়াহুর এই সফর অসম্ভব করে তোলে।

যদিও তুরস্কের সঙ্গে সম্পর্ক তলানিতে, আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের কৌশলগত সম্পর্কবিশেষত জ্বালানি প্রতিরক্ষা খাতেএখনো অটুট রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.