× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান উত্তেজনা; আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ মে ২০২৫, ১৩:৪৪ পিএম । আপডেটঃ ০৫ মে ২০২৫, ১৩:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। অবস্থায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আজ ( মে) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বৈঠকে পেহেলগামে হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের অনুরোধে আহ্বান করা এই বৈঠকে দেশটি জাতিসংঘের সদস্যদের সামনে ভারতের একতরফা পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরবে। পাকিস্তান মনে করছে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সত্য তুলে ধরার একটি কূটনৈতিক প্রচেষ্টা।

গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া ওই হামলার পর ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয়। প্রতিক্রিয়াস্বরূপ ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং আতারি-ওয়াঘা সীমান্ত দিয়ে চলাচল বন্ধ করে দেয়। পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে, একই সঙ্গে তাদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ করে।

এরপর উত্তেজনা আরও বেড়ে যায়, যখন পাকিস্তানআবদালিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫০ কিলোমিটার এবং এটিসিন্ধু মহড়া অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে পাকিস্তান দাবি করে। তবে ভারতের কর্মকর্তারা একে সরাসরি উসকানি হিসেবে অভিহিত করেছেন।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমেই বাড়ছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র জাতিসংঘ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাশিয়া জানায়, উভয় পক্ষ রাজি থাকলে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত।

বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্ক চরম অবনতির দিকে। সীমান্তে সংঘর্ষ, কূটনৈতিক টানাপড়েন এবং পারস্পরিক নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের আজকের রুদ্ধদ্বার বৈঠকে এই উত্তেজনা প্রশমনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় কি নাসে দিকে গভীর দৃষ্টিপাত করছে আন্তর্জাতিক মহল।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ছাড়া চলতি মেয়াদে পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে আছে আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া। আর মে মাসের জন্য পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস।


সূত্রঃ এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.