সন্ত্রাসীদের
সহায়তা করার অভিযোগে নিরাপত্তা বাহিনীর হাতে আটক এক কাশ্মীরি যুবকের
নদীতে ঝাঁপিয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র আলোড়ন
সৃষ্টি হয়েছে ভারতে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গৃহীত সন্ত্রাসবিরোধী
অভিযানের অংশ হিসেবে আটক করা হয় ওই যুবক
ইমতিয়াজ আহমেদ মাগ্রেকে।
নিরাপত্তা
বাহিনীর দাবি, ইমতিয়াজকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুজন সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গির অবস্থান সম্পর্কে তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার তাকে নিয়ে যাওয়া হয় একটি সম্ভাব্য
আস্তানার দিকে। পথিমধ্যে পার্শ্ববর্তী বিশ্ব নদীর ধারে পৌঁছালে, নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে তিনি নদীতে ঝাঁপ দেন।
রোববার
(৪ মে) সকালে কুলগাম জেলার দামহাল হানজিপোরা এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ইমতিয়াজের বয়স মাত্র ২৩ বছর। তিনি
টাংমার্গের বাসিন্দা এবং একজন দিনমজুর হিসেবে কাজ করতেন।
সামাজিক
মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নদীর তীরে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ আচমকা দৌড়ে এসে তীব্র স্রোতবাহী পানিতে ঝাঁপিয়ে পড়ছেন। নিরাপত্তা বাহিনী বলছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও তারা দায়ী নয়। মৃত্যুকে তারা ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিলেও এর জন্য তাদের
ভূমিকা খারিজ করেছে।
তবে
এই ঘটনার পর প্রশ্ন তুলেছেন
জম্মু ও কাশ্মীরের সাবেক
মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক
পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। তিনি অভিযোগ করেছেন, ইমতিয়াজের মৃত্যুর পেছনে কোনো না কোনো চক্রান্ত
রয়েছে। পাশাপাশি, তিনি রাজ্যে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান নিয়েও সমালোচনা করেন।
মেহবুবা
মুফতি বলেন, একক কোনো ঘটনার জেরে যেভাবে নির্বিচারে গ্রেপ্তার, ঘরবাড়ি ভাঙচুর এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা গণতান্ত্রিক রাষ্ট্রের
চিত্র নয়। এটি সম্মিলিত শাস্তির এক ভয়ানক দৃষ্টান্ত
হতে পারে, যা জনগণের আস্থা
ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করে তোলে।
ইমতিয়াজের
পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জম্মু ও কাশ্মীরের সমাজকল্যাণমন্ত্রী
সাকিনা ইতু ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি লেফটেন্যান্ট গভর্নরের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তার ভাষায়, ইমতিয়াজ ছিলেন দরিদ্র পরিবারের একজন যুবক, যিনি দিনমজুরের কাজ করতেন এবং সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন। গত শুক্রবার তাকে
বাড়ি থেকে তুলে নেওয়া হয় বলে পরিবারের
দাবি।
এদিকে,
ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর নিরাপত্তা বাহিনী
ড্রোনে ধারণকৃত দৃশ্য প্রকাশ করে, যেখানে দেখা যায় নদীর তীব্র স্রোতে ইমতিয়াজ ভেসে যাচ্ছেন।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।