× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ সীমান্তে চলছে বিএসএফের ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার' নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ মে ২০২৫, ১৪:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) বাংলাদেশ পাকিস্তান সীমান্তে দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার (অগ্রবর্তী সদর দপ্তর) স্থাপন করতে যাচ্ছে। এর পাশাপাশি গঠিত হতে যাচ্ছে আরও ১৬টি নতুন ব্যাটালিয়ন। এই প্রক্রিয়ায় প্রায় ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বার্তাসংস্থা পিটিআই আজ ( মে) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নতুন এই ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব ইতোমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। এখন শুধু অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়ের অপেক্ষা। অনুমোদন মিললে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেড়ে যাওয়া চ্যালেঞ্জের মুখে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২২ এপ্রিল ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারের প্রেক্ষাপটও এতে ভূমিকা রেখেছে।

বর্তমানে বিএসএফের অধীনে রয়েছে ১৯৩টি ব্যাটালিয়ন, যার প্রতিটিতে গড়ে এক হাজারের বেশি সদস্য রয়েছে। নতুন ১৬টি ব্যাটালিয়ন গঠনের ফলে বাহিনীতে আরও প্রায় ১৭ হাজার নতুন সদস্য যুক্ত হবে। এগুলো ধাপে ধাপে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টারগুলোর মধ্যে একটি স্থাপন করা হবে জম্মু-কাশ্মির সীমান্তে এবং অন্যটি হবে বাংলাদেশের সীমান্তবর্তী মিজোরামে। বর্তমানে বিএসএফের পূর্বাঞ্চলের সেক্টর সদর দপ্তরগুলোর অবস্থান আসামের সিলচর, আইজল মণিপুরে এবং পশ্চিমাঞ্চলে রাজৌরি, সুন্দরবনি, জম্মু শহর ইন্দ্রেশ্বর নগরে।

বিএসএফ সূত্র জানিয়েছে, নতুন ব্যাটালিয়নগুলোর জন্য পুরুষ নারী সদস্যদের নিয়োগ প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। পরে তাদের প্রশিক্ষণ দিয়ে সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিএসএফ বর্তমানে ভারতের মোট হাজার ৭২৬ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত হাজার ২৯০ কিলোমিটার এবং বাংলাদেশ সীমান্ত হাজার ৯৭ কিলোমিটার দীর্ঘ। তবে এখনো প্রায় হাজার ৪৭ কিলোমিটার সীমান্ত বেড়াহীন রয়ে গেছে, যেগুলোর অধিকাংশই নদী, জঙ্গল দুর্গম অঞ্চলে পড়েছে।

এই এলাকাগুলোতে বিএসএফের প্রায় হাজার ৭৬০টি সীমান্ত পোস্ট রয়েছে। নতুন ব্যাটালিয়নগুলো এই পোস্টগুলোর নজরদারি সুরক্ষা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বিএসএফ ২০-২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব দিলেও চূড়ান্তভাবে ১৬টিতে অনুমোদন দিয়েছে ভারত সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.