ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আজ (৫ মে) পাকিস্তানের
সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ সিরিজের একটি ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই
উৎক্ষেপণ “এক্স ইন্ডাস” নামে একটি সামরিক মহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে,
এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন সিস্টেম, টার্মিনাল গাইডেন্স প্রযুক্তি এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাসহ বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়েছে।
উৎক্ষেপণের
সময় পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা, কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত
ছিলেন। সফল উৎক্ষেপণের পর জয়েন্ট চিফস
অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান
সংশ্লিষ্ট সেনাসদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন
জানান। তিনি দেশের আঞ্চলিক অখণ্ডতা ও প্রতিরক্ষায় সেনাবাহিনীর
প্রস্তুতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।
ফাতাহ
সিরিজের এই নতুন ক্ষেপণাস্ত্রটিকে
পাকিস্তানের কৌশলগত অস্ত্রভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম। উন্নত প্রযুক্তির সাহায্যে এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়েছে। এর আগে পাকিস্তান
৪০০ কিলোমিটার পাল্লার ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল
উৎক্ষেপণও সম্পন্ন করেছিল, যা বর্তমানে সেনাবাহিনীর
আর্টিলারি ইউনিটে যুক্ত রয়েছে।
সাম্প্রতিক
সময়ে জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা এবং ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে
বিশেষজ্ঞরা হিসেবে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনী দেখছেন।
সূত্রঃ ডন।