× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন 'সলিড ফুয়েল' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ মে ২০২৫, ১৯:০৭ পিএম । আপডেটঃ ০৫ মে ২০২৫, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরান উন্মোচন করলো তাদের সর্বশেষ ১২০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকাসেম বাসির রোববার ( মে) ক্ষেপণাস্ত্রটি প্রকাশ্যে আনার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

বার্তাসংস্থা এপি আজ (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, কঠিন জ্বালানিচালিত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি গত ১৭ এপ্রিল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এরপর প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর সঙ্গে এক সাক্ষাৎকারের সময় ক্ষেপণাস্ত্রটির ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে নাসিরজাদেহ বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে শক্ত হাতে জবাব দেওয়া হবে।

তিনি সতর্ক করে জানান, ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা চায় না, তবে যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে।

ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘কাসেম বাসিরক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশিকা ছাড়াই একাধিক লক্ষ্যবস্তুর মধ্য থেকে নির্দিষ্ট লক্ষ্য শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে কার্যকর হামলা চালাতে পারবে বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে পরপর তিনটি শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনা চলে। এরই ধারাবাহিকতায় এমন এক সময়ে ক্ষেপণাস্ত্রটির উন্মোচন, যখন তেহরান ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে।



সূত্রঃ এপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.