× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমাদের উপদেশদাতার প্রয়োজন নেই- জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ মে ২০২৫, ১৫:৩৭ পিএম । আপডেটঃ ০৬ মে ২০২৫, ১৫:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জম্মু কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার ( মে) আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরামের একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমরা যখন বিশ্বকে দেখি, তখন অংশীদার খুঁজিউপদেশদাতা নয়। বিশেষ করে সেইসব উপদেশদাতাদের একেবারেই নয় যারা নিজেরা যে নীতি মেনে চলে না, তা অন্যদের মানতে বলে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব রাখার জন্য কৌশলগত স্বায়ত্তশাসন অত্যন্ত জরুরি। ইউরোপের পক্ষে তা অর্জন কঠিন, কারণ তারা নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র, জ্বালানির জন্য রাশিয়া এবং বাণিজ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল। ধরনের নির্ভরশীলতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মিরের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে লস্কর- তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর অঞ্চলটিতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানিচুক্তি স্থগিতসহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের জন্য স্থল আকাশসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা নেয়। দুই দেশের মধ্যে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চরমে পৌঁছেছে।


সূত্রঃ আরটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.