× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত সফরে আসছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ মে ২০২৫, ১৭:৫১ পিএম । আপডেটঃ ০৬ মে ২০২৫, ১৮:০৪ পিএম

ছবি: সংগৃহিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির পাঠানো ভারত সফরের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এবং শিগগিরই নয়াদিল্লি সফরে আসবেন।

 সোমবার বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, “প্রেসিডেন্ট পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পেহেলগামের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।”

তিনি আরও জানান, ফোনালাপে দুই নেতা ভারত-রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে পুতিনকে শুভেচ্ছা জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান। পৃথক এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, “ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রেসিডেন্ট পুতিন তা আন্তরিকভাবে গ্রহণ করেছেন।” প্রসঙ্গত,

২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় স্বয়ংক্রিয় রাইফেলধারী সন্ত্রাসীরা অন্তত ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে এবং আহত করেন আরও অনেকে। নিহতরা সবাই পুরুষ। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর অঞ্চলটিতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক পদক্ষেপ নেয়, যার মধ্যে সিন্ধু নদী পানিবণ্টন চুক্তি স্থগিত অন্যতম। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য তাদের আকাশ ও স্থলসীমা বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেয়। এই হামলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। পরিস্থিতি শান্ত করতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.