× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক- ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ মে ২০২৫, ১১:৫৯ এএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ( মে) দিবাগত রাতে এই হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ঘটনাটিকেলজ্জাজনকবলে অভিহিত করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে এবং অতীতের অভিজ্ঞতা থেকেই অনেকে অনুমান করছিলেন যে, এমন কিছু ঘটতে পারে।

তিনি আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উত্তপ্ত পরিস্থিতি খুব দ্রুতই শান্ত হবে বলে তিনি আশা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.