× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে হামলায় ৭০ 'সন্ত্রাসী' নিহত দাবি করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ মে ২০২৫, ১২:৩১ পিএম । আপডেটঃ ০৭ মে ২০২৫, ১২:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তান পাকিস্তানশাসিত কাশ্মিরের বেশ কয়েকটি স্থানে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। নিহতদের সবাই সন্ত্রাসী বলে জানিয়েছে ভারত। আজ ( মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ মে) ভোরে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তান পাকিস্তানশাসিত কাশ্মিরের অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে ২৪টি নির্ভুল মিসাইল হামলা চালায়। টার্গেট করা হয় লস্কর--তৈয়্যবা এবং জইশ--মোহাম্মদের শক্ত ঘাঁটিবিশেষ করে পাঞ্জাব প্রদেশের মুরিদকে এবং বাহাওয়ালপুর অঞ্চলে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই অভিযানে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন। সেনাবাহিনীর ভাষ্যমতে, এতে সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে।

হামলাগুলো চালানো হয় বুধবার রাত ১টা ৪৪ মিনিটে। ভারত জানিয়েছে, এই হামলা ছিল ২২ এপ্রিল অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ। ওই হামলায় ২৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালের নাগরিক ছিলেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ছিল সুনির্দিষ্ট এবং সীমিত মাত্রার। এতে কোনও পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের এই অভিযানের লক্ষ্য ছিল কেবলমাত্র সেইসব ঘাঁটি, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা করেনি এবং হামলার পরিকল্পনা বাস্তবায়নে যথেষ্ট সংযম দেখিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভারত তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসী হামলার পেছনে থাকা দায়ীদের জবাবদিহির আওতায় আনছে।



সূত্রঃ এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.