ছবিঃ সংগৃহীত।
আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মধ্যরাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) রাত দেড়টার দিকে চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ (৭ মে) এক প্রতিবেদনে জানায়, দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
মেজর
জেনারেল শরীফ জানান, ভারতের এই বর্বর হামলায়
ছয়টি এলাকায় বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায়, যেখানে এক হামলায় ১৩
জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। এ হামলায় আহত
হয়েছেন আরও ৩৭ জন—যাদের
৯ জন নারী এবং
২৮ জন পুরুষ।
তিনি
আরও জানান, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হন এবং আহত
হন এক কিশোরী ও
এক কিশোর। কোটলির আব্বাস মসজিদে চালানো আরেক হামলায় ১৬ বছর বয়সী
এক মেয়ে ও ১৮ বছর
বয়সী এক ছেলে প্রাণ
হারিয়েছেন। একই হামলায় আহত হন এক মা
ও তাঁর মেয়ে।
পাঞ্জাবের
মুরিদকে এলাকায় উম্মালকুরা মসজিদেও হামলা চালানো হয়, যেখানে তিনজন পুরুষ নিহত হন এবং একজন
আহত হন। সিয়ালকোট ও শাকরগড়েও ক্ষেপণাস্ত্র
হামলা চালানো হলেও সেখানে প্রাণহানি হয়নি, তবে শাকরগড়ে একটি ডিসপেনসারি আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া,
কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন মাত্র পাঁচ বছর বয়সী শিশু।
মেজর
জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন, ভারত মসজিদসহ ধর্মীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, যা মোদি সরকারের
‘হিন্দুত্ববাদী মানসিকতার’ বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই সরকার সংখ্যালঘু
বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।
এদিকে
ভারতীয় আগ্রাসনের পাল্টা জবাবে পাকিস্তানও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, সমস্ত বিমান পাকিস্তানের আকাশসীমায় গুলি করে নামানো হয়েছে।
তিনি
বলেন, এই মুহূর্তে কাশ্মিরের
নিয়ন্ত্রণরেখা বরাবর তীব্র গোলাগুলি চলছে এবং পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সব বিমান নিরাপদ
রয়েছে।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি প্রতিরোধে ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান।
সূত্রঃ ডন, জিও নিউজ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh