× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি বিমান হামলায় শিশুশিল্পী হাসান আয়াদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ মে ২০২৫, ১৩:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েলের চালানো এক বিমান হামলায় নিহত হয়েছে ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ। গত সোমবার ( মে) গাজার নুসাইরাত শহরে চালানো এই হামলায় আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ছিল দেশটির সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল তরুণ মুখহাসান আয়াদ। মিষ্টি কণ্ঠে প্রতিবাদী গান গেয়ে গাজাবাসীর হৃদয় জয় করেছিল এই শিশু।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, শিশুটির বাড়ি ছিল গাজার ছিটমহলে। সেখানে সোমবার ভোর থেকে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালালে বহু বেসামরিক মানুষ প্রাণ হারান। সেই তালিকায় ছিল হাসান আয়াদের নামও।

দেশপ্রেম স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে হাসান গেয়ে যেত প্রতিবাদী গান। তার মৃত্যুর পর সেই গান সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। গানটির কথাগুলো ছিল হৃদয়বিদারক কঠোর বাস্তবতার প্রতিচ্ছবি

যুদ্ধবিমানের সাথে, আমরা মৃত্যুর স্বাদ পেয়েছি,

স্থল সমুদ্র থেকে বিমান হামলা।

তারা ক্রসিং বন্ধ করে দিয়েছে - মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে,

সাক্ষী থাকো বিশ্ব, তারা যা করেছে -

তারা ঘরবাড়ি ধ্বংস করেছে,

যখন আরবরা শান্তিতে ঘুমাচ্ছে।

হাসানের গাওয়া সেই গান পোস্ট করে গাজার এক সাংবাদিক লিখেছেন, আজ তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে নিজেই আজ মৃত্যুর আলিঙ্গনে। তার বিদায় তার কথার মতোই মহৎ ছিল।

ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়িও শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, হাসান আয়াদ গাজা থেকে আমাকে একটি গান উৎসর্গ করেছিল। সে আমার চলচ্চিত্রজিরো ডিসটেন্স’-এর জন্য গান গেয়েছিল তার মিষ্টি, হৃদয়ছোঁয়া কণ্ঠে। আজ সে আর নেইশহিদ হয়েছে ইসরায়েলের বিমান হামলায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.