পাকিস্তানের
পাল্টা সামরিক প্রতিক্রিয়ায় ভারতের জম্মু ও কাশ্মিরে তিনজন
বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ (৭ মে) সকালে
ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত
করেছে সংবাদ সংস্থা এএনআই।
খবরে
জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে এই প্রাণহানির ঘটনা
ঘটে। ভারতীয় সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং সীমান্তজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এই
হামলা এমন সময় ঘটল, যখন ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিন্দুর’ নামে একটি প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে পাকিস্তানের
মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত আটজনকে হত্যা করা হয় বলে জানিয়েছে
ভারত, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। পাকিস্তান
সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট
জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত
করেন।
এদিকে
নিয়ন্ত্রণরেখা বরাবর এখনও ভারী কামান ও গোলাবর্ষণ চলছে
বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ফলে দুই দেশের সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইতোমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
উল্লেখ্য,
এই পাল্টাপাল্টি হামলা শুরু হয় ২২ এপ্রিল
জম্মু ও কাশ্মিরের পহেলগামে
ভয়াবহ এক সন্ত্রাসী হামলার
পর। ওই হামলায় ২৬
জন নিহত হয়, যার প্রতিক্রিয়ায় ভারত বড় ধরনের সামরিক
পদক্ষেপ নেয়। এরপর থেকেই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে।
সূত্রঃ এনএনআই।