পেহেলগামে
হামলার জেরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত
কাশ্মিরের অন্তত নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) গভীর রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ বিভিন্ন
এলাকায় চালানো এই হামলায় অন্তত
৯ জন বেসামরিক নাগরিক
নিহত এবং ৩৩ জন আহত
হয়েছেন। এ ঘটনায় বিশ্বজুড়ে
তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা
দিয়েছে।
ভারতের
এই অভিযানে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্ব কখনো এই যুদ্ধকে সমর্থন
করবে না। তার মুখপাত্র স্টিফেন দুজারিক আরও বলেন, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্ব প্রতিবেশী দুই দেশের মধ্যে সামরিক সংঘাতকে সমর্থন করবে না।
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার তীব্র
নিন্দা জানিয়ে বলেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওভাল অফিসে প্রবেশের সময়ই আমরা এই খবরটি পেয়েছি।
এটা অনেকটা প্রত্যাশিত ছিল, কারণ তারা দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে লড়াই করে আসছে। ট্রাম্প আশা প্রকাশ করেন, এই সহিংসতা দ্রুত
শেষ হবে।
এছাড়া,
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভারত ও পাকিস্তান উভয়পক্ষের
সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও গভীর
উদ্বেগ প্রকাশ করে দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৭
মে) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বিমান হামলায় পাকিস্তানের কয়েকটি বেসামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি
হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। মুজাফফরাবাদের বিলাল মসজিদ, কোটলির আব্বাস মসজিদ এবং মুরিদকের আরো দুটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। আইএসপিআর প্রধান বলেন, ভারতের এই হামলা কাপুরুষোচিত
এবং এর জবাবে আমরা
কঠোর ও সমন্বিত প্রতিক্রিয়া
জানাচ্ছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে তাদের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর পাল্টা জবাব
হিসেবেই এই হামলা চালানো
হয়েছে বলে জানায় তারা।
পাকিস্তানের
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।