× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতকে পূর্ণ সমর্থন জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ মে ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের ভূখণ্ডে ভারতেরঅপারেশন সিঁদুরনামের সামরিক অভিযানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। আজ ( মে) রাত ১টার কিছু পর শুরু হওয়া এই অভিযানে ভারতের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমগুলো বলছে, অত্যন্ত পরিকল্পিত সীমিত পরিসরের এই অভিযানে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী দাবি করছে, হামলার লক্ষ্য ছিল কেবলসন্ত্রাসী তাদের অবকাঠামো

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। বুধবার (৭ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এক্স (সাবেক টুইটার)- দেওয়া এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।

অন্যদিকে, ভারতের হামলার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলা অগ্রহণযোগ্য।

ঘটনার প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি ভারত পাকিস্তান উভয় দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা যেন আরও বাড়তে না পারে, সেদিকে সব পক্ষকে লক্ষ্য রাখতে হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পরিস্থিতিকেলজ্জাজনকবলে অভিহিত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। বহু দশক ধরে দুই দেশ লড়াই করে আসছে, তাই মানুষ অনুমান করেছিল কিছু একটা ঘটতে চলেছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।

এছাড়া পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও দাবি করেন, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে।




সূত্রঃ হিন্দুস্তান টাইমস, রয়টার্স।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.