পাকিস্তানে
চালানো ভারতীয় বিমান হামলায় জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ (জেইএম)
প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
হয়েছেন বলে দাবি করেছেন তিনি। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলেও উল্লেখ করেন আজহার।
বুধবার
(৭ মে) এক বিবৃতিতে তিনি
বলেন, কাপুরুষ মোদি নিরীহ শিশু, অবিবাহিত নারী ও বয়স্কদের টার্গেট
করেছে। এই শোক ও
বিস্ময় ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিহতদের মধ্যে তার বড় বোন, দুলাভাই,
ভাতিজা এবং ভাতিজিও রয়েছেন বলে জানান তিনি। আজ (৭ মে) এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
অন্যদিকে,
ভারতীয় সামরিক বাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান-শাসিত
কাশ্মীরের নয়টি স্থানে 'সন্ত্রাসী অবকাঠামো' লক্ষ্য করে পরিকল্পিত বিমান হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এ হামলাগুলোতে কোনো
বেসামরিক নাগরিক বা সামরিক স্থাপনা
লক্ষ্যবস্তু ছিল না।
তবে
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাগুলো চালানো হয়েছে বেসামরিক এলাকায় এবং সেখানে উপাসনালয় ও সাধারণ মানুষের
বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
জইশ-ই-মুহাম্মদ একটি
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন, যা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরকে
পাকিস্তানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কাজ করে। এই সংগঠনকে ২০০১
সালেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। যদিও মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চীনের ভেটোর কারণে বেশ কয়েকবার ভেস্তে যায়।
ভারত
দীর্ঘদিন ধরে জেইএমকে সীমান্তবর্তী সহিংসতা ও কাশ্মিরের বিভিন্ন
সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করে আসছে। বুধবার গভীর রাতে চালানো বিমান অভিযানে জইশ-ই-মুহাম্মদের পাশাপাশি
হিজবুল মুজাহিদিনের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সূত্রঃ সিএনএন।